পরিবারের সদস্যরা মিলে নারায়ণগঞ্জ থেকে যাচ্ছিলেন কক্সবাজারে।
Published : 03 Feb 2025, 01:22 PM
চট্টগ্রামে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় দুজন নিহত এবং কয়েকজন আহত হয়েছে।
সোমবার সকালে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আনোয়ার হোসেন (৬২) ও বিবি রহিমা (৫৬)।
বার আউলিয়া হাইওয়ে থানার এসআই নুরুল আবসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিবারের সদস্যরা মিলে তারা নারায়ণগঞ্জ থেকে কক্সবাজার যাচ্ছিলেন। পথে ফৌজদারহাট এলাকায় মাইক্রোবাসটি পেছন থেকে চলন্ত ডাম্প ট্রাককে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে আনোয়ার হোসেন মারা যান। অন্যাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর চিকিৎসক রহিমাকে মৃত ঘোষণা করেন।