এস আলম সুগার মিলে আগুন: জেলা প্রশাসনের তদন্ত কমিটি

কমিটিকে ৩ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2024, 06:12 PM
Updated : 4 March 2024, 06:12 PM

চট্টগ্রামের এস আলম সুগার রিফাইন্ড মিলে আগুনের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন।

সোমবার রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রহমানকে প্রধান করে এ কমিটি করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আবদুল মালেক মুত্তাকিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কমিটিকে ৩ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

“কমিটিতে ফায়ার সার্ভিস, নগর পুলিশ, স্থানীয় ইউএনওসহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিদের রাখা হয়েছে।”

সোমবার বিকালে কর্ণফুলী থানার ইছাপুর এলাকায় এস আলম সুগার রিফাইন্ড ইন্ডাস্ট্রিজের একটি গুদামে আগুন লাগে, যাতে এক লাখ টন অপরিশোধিত চিনি ছিল।

রাত সাড়ে ১০টার দিকে গুদামের আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এম ডি আবদুল মালেক।

তিনি বলেন, “এখন আমরা আগুন পুরোপুরি নির্বাপণের কাজ করছি।”

Also Read: এস আলম সুগার মিলের আগুন সাড়ে ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে