সোয়া ২ ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
Published : 08 Feb 2024, 08:58 PM
চট্টগ্রামের রেয়াজুদ্দিন বাজার সংলগ্ন আমতল এলাকায় ভবনে লাগা আগুন সোয়া দুই ঘণ্টার চেষ্টায় নেভাতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার রাত ১০টা ৩৫ মিনিটে আগুন পুরোপুরি নেভে বলে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে রাত সোয়া ৮টার দিকে আমতল এলাকার হোটেল সাফিনার পাশের ভবনের পাঁচ তলায় আগুন লাগে, যেখানে কয়েকটি তলা মিলে একটি প্রতিষ্ঠানের পাঞ্জাবি বিক্রয়কেন্দ্র আছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, বিভিন্ন স্টেশনের মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ওই ভবনের কয়েক তলা মিলিয়ে ‘রাজস্থান’ নামে পাঞ্জাবি বিক্রয়কেন্দ্র রয়েছে। আগুন লাগা তলাটিতে পাঞ্জাবি বিক্রয়কেন্দ্রের বিভিন্ন সরঞ্জাম ছিল।
বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবস হওয়ায় আগুন লাগার পর রেয়াজুদ্দিন বাজার আমতল এবং এর আশেপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়।