দুই ঘণ্টা পরে মূল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হয়।
Published : 11 Jul 2024, 05:33 PM
চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার একটি কেন্দ্রে ভুল প্রশ্নপত্র সরবরাহ করার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সীতাকুণ্ড উপজেলার বিজয় স্মরণী ডিগ্রি কলেজে পদার্থবিজ্ঞান প্রথমপত্রের বদলে দ্বিতীয়পত্রের প্রশ্ন দেওয়া হয়। দুই ঘণ্টা পরে মূল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হয়।
এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করে কেন্দ্র সচিবসহ দুই জনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া আরও তিনজনকে কারণ দর্শানোর নোর্টিস দেওয়া হয়েছে বলে জানান সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিজয় স্মরণী ডিগ্রি কলেজ কেন্দ্রে পদার্থবিজ্ঞান বিষয়ের লিখিত পরীক্ষার প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র চলে আসে। তবে নৈর্ব্যক্তিক পরীক্ষার প্রশ্নপত্র ঠিক ছিল।
ইউএনও বলেন, “প্রশ্নপত্র বিলির জন্য প্যাকেট খোলার পর প্রথম পত্রের স্থলে দ্বিতীয় পত্রের প্রশ্ন দেখতে পান পরীক্ষকরা। পরে তারা সেগুলো বিলি করা থেকে বিরত ছিলেন।
“বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানোর পরপরই আমরা শিক্ষা বোর্ডের সাথে যোগাযোগ করি। তাদের পরামর্শে পরীক্ষা বিলম্বে পরীক্ষা শুরু করে সময় সমন্বয় করে দেয়া হয়েছে।”
ইউএনও রফিকুল বলেন, জেলা প্রশাসকের ট্রেজারি শাখা থেকে পরীক্ষার প্রশ্নপত্র গ্রহণ করার দায়িত্ব কেন্দ্র সচিবের। তিনি প্রশ্নপত্র ঠিক আছে কি না সেটা যাচাই করে বুঝে নেন। এছাড়া পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে প্যাকেট খুলে পুনরায় যাচাই করার সুযোগ আছে।
ইউএনও রফিকুল বলেন, “পদাধিকার বলে ইউএনও উপজেলার পরীক্ষা কমিটির সভাপতি। সভাপতির ক্ষমতাবলে কেন্দ্র সচিব ও পরীক্ষা কমিটির আহ্বায়ককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি পরীক্ষা কমিটির আরও তিন সদস্যকে কারণ দর্শানোর নোর্টিশ দেয়া হয়েছে। তদন্ত কমিটি খুঁজে দেখবে তাদের দায়িত্বে কোন অবহেলা আছে কি না।”
উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) প্রধান করে গঠন করা তিন সদস্যের তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন- উপজেলা কৃষি কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।