মসজিদের কাছে আগে থেকে ওঁৎ পেতে থাকা অস্ত্রধারীরা তাদের ওপর হামলা চালায়। মোটর সাইকেল থেকে পড়ে যাওয়ার পর জাহাঙ্গীরকে গুলি করা হয়।
Published : 24 Jan 2025, 07:13 PM
চট্টগ্রামের রাউজানে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, নিহত জাহাঙ্গীর আলমের (৫৫) বাড়ি ওই এলাকার আসত আলী মাতুব্বর পাড়ায়। তবে তিনি থাকতেন চট্টগ্রাম নগরীতে। প্রতি শুক্রবার গ্রামে যেতেন জুমার নামাজ আদায় করতে।
চট্টগ্রাম নগরীর আসাদগঞ্জে শুঁটকি ব্যবসা করতেন জাহাঙ্গীর আলম। পাশাপাশি তিনি নোয়াপাড়া এলাকায় একটি কমিউনিটি সেন্টারেরও মালিক।
শুক্রবার দুপুরে সেই কমিউনিটি সেন্টারের ব্যবস্থাপকের মোটর সাইকেলে করে গ্রামের বাড়ির এলাকায় জুমার নামাজ পড়তে গিয়েছিলেন জাহাঙ্গীর। মসজিদের কাছে আগে থেকে ওঁৎ পেতে থাকা অস্ত্রধারীরা তাদের ওপর হামলা চালায়। মোটর সাইকেল থেকে পড়ে যাওয়ার পর জাহাঙ্গীরকে গুলি করা হয়।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।
রাউজান থানার ওসি একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে তারা ঘটনাস্থলে গেছেন। পরে বিস্তারিত জানাতে পারবেন।