গত ৫ জানুয়ারি কুড়িগ্রামের ভুরুঙ্গামারি উপজেলা থেকে এ দম্পতিকে এক হাজার ৬০০টি ইয়াবাসহ গ্রেপ্তার করেছিল স্থানীয় পুলিশ।
Published : 12 Feb 2025, 04:27 PM
কুড়িগ্রামে পুলিশের কাছ থেকে ‘ছিনিয়ে নেওয়া’ এক দম্পতিকে এক মাস পর চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
নগরীর দামপাড়া এলাকা থেকে মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয় র্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তার দুই জন হলেন- হাফিজুল ইসলাম (২২) ও সামেলা বেগম (২০)
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ জানুয়ারি কুড়িগ্রামের ভুরুঙ্গামারি উপজেলা থেকে এ দম্পতিকে এক হাজার ৬০০টি ইয়াবাসহ গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। তাদের নিয়ে আসার সময় পরিবারের সদস্যরাসহ ৭০/৮০ জন লোক পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ তাদের ছিনিয়ে নেয়।
এ ঘটনায় দুই জনের নাম উল্লেখ করে আরও ৭০/৮০ জনকে আসামি করে মামলা করে পুলিশ।
র্যাব জানায়, পালানোর পর তারা চট্টগ্রামে এসে আত্মগোপনে ছিলেন। এ কারণে মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-৭ কে আসামি ধরে দেওয়ার আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে দামপাড়া এলাকায় আলাদা দুটি স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।