পাইলট প্রকল্প সফল হলে অন্যান্য ওয়ার্ডেও এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
Published : 15 Jan 2024, 09:34 PM
বন্দর নগরীর তারের জঞ্জাল অপসারণে তিনটি ওয়ার্ডে ১৬ ফেব্রুয়ারি থেকে পাইলট প্রকল্প শুরুর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
সোমবার নগরীর টাইগার পাসে অস্থায়ী নগর ভবনে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ও ক্যাবল অপারেটর নেতাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
তিনি জানান, শুরুতে নগরীর ১৪ নম্বর লালখান বাজার, ১৫ নম্বর বাগমনিরাম এবং ২১নম্বর জামালখান ওয়ার্ডে পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হবে।
সভায় মেয়র রেজাউল বলেন, “চট্টগ্রাম শহরকে নান্দনিকভাবে গড়ে তোলার লক্ষ্যে ভূ-গর্ভস্থ নেটওয়ার্ক সৃষ্টি ও ড্রেনেজ সিস্টেম ব্যবহার করে ডিশ ও ইন্টারনেট ক্যাবল সঞ্চালনের বিষয়ে সভায় উপস্থিত আমরা সবাই একমত।
“প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসাবে প্রাথমিকভাবে ফেব্রুয়ারি মাসের ১৬ তারিখ থেকে লালখান বাজার, বাগমনিরাম এবং জামালখান ওয়ার্ডে পাইলট প্রকল্প চালু করা হবে। এই প্রকল্প সফল হলে পরবর্তীতে অন্যান্য ওয়ার্ডসমূহে এই কার্যক্রম প্রসারিত করব আমরা।”
নগর সংস্থার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ১৪ নম্বর লালখান ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগেও একটি সভা হয়েছিল। আজ সবাই বসে আবার আলোচনা করা হয়েছে।
“সবাই এই বিষয়ে একমত হয়েছেন যে, তারের জঞ্জাল আমাদের সরাতে হবে। তাহলে ইন্টারনেট ও ডিশ সংযোগে শৃঙ্খলা আসবে এবং নগরীর সৌন্দর্য বৃদ্ধি পাবে। ১৬ ফেব্রুয়ারি থেকে তিনটি ওয়ার্ডে পাইলট প্রকল্পের কাজ শুরু হবে।”
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি ইমদাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইন্টারনেট ও ডিশ ক্যাবল সঞ্চালন ব্যবস্থাপনায় চট্টগ্রামের মেয়র মহোদয়ের উদ্যোগে ভূ-গর্ভস্থ নেটওয়ার্ক তৈরি করে বা ড্রেনেজ সিষ্টেম ব্যবহার করে ক্যাবল সংযোগ প্রদানের যে প্রকল্প গ্রহন করা হয়েছে, আগামীর স্মার্ট বাংলাদেশ তথা নান্দনিক সিটি হিসাবে চট্টগ্রাম শহরকে গড়ে তোলার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
“আমরা সবাই তাতে একমত হয়েছি। এটাই আমাদের লক্ষ্য। তবে এক্ষেত্রে বিটিআরসির একটি বিশেষ অনুমতি লাগবে। যেহেতু সরকারও চায় সব ক্যাবল সংযোগ ভূ-গর্ভস্থ হোক, তাই আশা করি অনুমতি পাওয়া যাবে। আমাদের দিক থেকে সবরকম সহযোগিতা করা হবে।”
সভায় উপস্থিত ছিলেন নগর পরিকল্পনা ও উন্নয়ন স্থায়ী কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, সংরক্ষিত নারী আসনের ওয়ার্ড কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, নগর সংস্থার সচিব খালেদ মাহমুদ, সহকারী নগর পরিকল্পনাবিদ আবদুল্লাহ আল ওমর, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অব বাংলাদেশের সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূইয়া এবং ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধিরা।