পটিয়ায় মন্দিরে মূর্তির ৩৭ ভরি সোনা চুরি

চারশ বছরের ঐতিহ্যবাহী মন্দিরে চুরির ঘটনা তদন্ত করছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2023, 03:04 PM
Updated : 14 Jan 2023, 03:04 PM

চট্টগ্রামের পটিয়ার ধলঘাট ইউনিয়নের একটি কালী মন্দিরের মূল ফটকের তালা ভেঙ্গে সোনা ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার গভীর রাতে প্রায় চারশ বছরের পুরনো বুড়া কালী বিগ্রহ মন্দিরে এ ঘটনা ঘটে। পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম।

মন্দিরের প্রধান পুরোহিত সাগর চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্বৃত্তরা মন্দিরের দরজায় লাগানো তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে কালী মূর্তির শরীর থেকে প্রায় ৩৭ ভরির মত সোনার গহনা এবং দান বাক্সের তালা ভেঙ্গে নগদ টাকা নিয়ে গেছে।

দান বাক্সে ২০ হাজারের মত টাকা থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, বাক্সটি প্রতিমাসে খোলা হয়ে থাকে।

চুরির ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে করেছে, সিসিটিভি ক্যামেরার ভিডিও দেখেছে।

পরিদর্শক রাশেদুল জানান, চুরির ঘটনায় মন্দির কর্তৃপক্ষ বাদী হয়ে অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করে শনিবার মামলা করেছে।