আনুমানিক ৩৭ বছর বয়সী ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।
Published : 03 Mar 2025, 03:41 PM
চট্টগ্রামের আনোয়ারায় সড়কের পাশ থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়
আনোয়ারা থানার ওসি মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। আনুমানিক ৩৭ বছর বয়সী ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।
ওসি বলেন, “সুরতহালে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আমাদের ধারণা, বাইরে কোন জায়গায় তার মৃত্যু হয়েছে; এখানে এনে লাশটি ফেলা হয়। কীভাবে মৃত্যু হয়েছে তা বলার জন্য ময়নাতদন্ত প্রতিবেদন দরকার।”
মৃতদেহের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান ওসি মনির।