নানা অভিযোগে রেয়াজুদ্দিন বাজারের বেশ কয়েকটি দোকানকে জরিমানা করা হয়।
Published : 15 Mar 2025, 08:11 PM
দেশে তৈরি পাঞ্জাবিতে ভারতীয় ট্যাগ লাগিয়ে বেশি দামে বিক্রির অভিযোগে চট্টগ্রামের একাধিক দোকানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক ফয়েজ উল্লাহ বলেন, ‘সেলিম পাঞ্জাবি মিউজিয়াম’ বাংলাদেশে তৈরি বিভিন্ন ধরনের পাঞ্জাবিতে ভারতীয় পাঞ্জাবির ট্যাগ লাগিয়ে অধিক মুল্যে বিক্রি করছিল। তারা দেশি-বিদেশি কোনো ভাউচার দেখাতে পারেনি। তারা দোষ স্বীকার করে নিয়েছে।
ক্রেতার সঙ্গে প্রতারণামূলক মিথ্যা বিজ্ঞাপন দিয়ে পাঞ্জাবি বিক্রি করায় তাদের দুই লাখ টাকা অর্থদণ্ড করার তথ্যও দেন তিনি।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রেয়াজুদ্দিন বাজার এলাকায় অভিযান চালান ভোক্তা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা।
একই ধরনের অভিযোগে একই বাজারের ‘পরীস্থান‘ নামের একটি দোকানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত এবং মেয়াদোত্তীর্ণ দই রাখায় এক লাখ টাকা জরিমানা করা হয় রেয়াজুদ্দিন বাজারের ‘পুরবী ফুডস অ্যান্ড বিরিয়ানিকে’।