বিস্ফোরণে নিহত ৪: ইনকনট্রেডের কনটেইনার ডিপোকে ২ লাখ টাকা জরিমানা

পতেঙ্গার ইনকনট্রেড লিমিটেড কনটেইনার ডিপো পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করেই তাদের কার্যক্রম পরিচালনা করছিল।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2020, 03:16 PM
Updated : 10 Sept 2020, 03:16 PM

বৃহস্পতিবার এ অপরাধে কনটেইনার ডিপোটিকে দুই লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়।

গত ২ সেপ্টেম্বর এ ডিপোতে একটি প্রাইম মুভারের তেলের ট্যাংকিতে ওয়েল্ডিং করার সময় বিস্ফোরণে চারজন নিহত হয়েছিল।আহত হয় আরও দুইজন।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক নুরুলল্লাহ নুরী শুনানি শেষে প্রতিষ্ঠানটিকে জরিমানা করেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনার পর পরিবেশ অধিদপ্তরের একজন প্রতিনিধি ওই ডিপো পরিদর্শন করেন। দেখা গেছে প্রতিষ্ঠানটি পরিবেশগত ছাড়পত্র নবায়ন ছাড়াই পরিচালিত হচ্ছিল।

তাদের ছাড়পত্র ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি নবায়ন করা হয়, যার মেয়াদ ছিল ওই বছরের ১১ মে পর্যন্ত। এরপর তারা ছাড়পত্র নবায়নের জন্য আর আবেদনও করেনি।

এছাড়া ওই ডিপোতে অনুমোদন ছাড়াই ওয়েল্ডিংয়ের কাজ হচ্ছিল উল্লেখ করে নুরুল্লাহ নুরী বলেন, সে কারণে তাদের মালিকপক্ষের প্রতিনিধির উপস্থিতিতে শুনানি শেষে এ জরিমানা করা হয়।

সৈকতে জাহাজ কাটা, জরিমানা আট লাখ

এদিকে পতেঙ্গা সমুদ্র সৈকতে অনুমোদন ছাড়া জাহাজ কেটে পরিবেশের ক্ষতি করায় এর মালিককে আট লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর পরিচালক নুরুল্লাহ নুরী শুনানি করে এ জরিমানা আরোপ করেন।

পতেঙ্গা সমুদ্র সৈকতের পশ্চিম পাশে ডকইয়ার্ডের বাইরে অনুমোদন ছাড়া তলা ফেটে যাওয়া লাইটারেজ ‘এমভি নিউ গোলাম রহমান’ নামে জাহাজটি কাটা হচ্ছিল।

গত মঙ্গলবার চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ অভিযান চালিয়ে জাহাজ মালিককে এক লাখ টাকা জরিমানা করেছিলেন।

ওই জাহাজ কাটার স্থান পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে পরিদর্শন করা হয়।

নুরুল্লাহ নুরী বলেন, পরিবেশ ছাড়পত্র ছাড়াই ডকইয়ার্ডের বাইরে ১৬৫ ফুট দৈর্ঘ্য এবং ৩০ ফুট প্রস্থের জাহাজটি কেটে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করার প্রমাণ পাওয়া গেছে।

সে কারণে জাহাজের মালিকের উপস্থিতিতে শুনানি শেষে আট লাখ টাকা জরিমানা করা হয়েছে।

লাইটারেজ জাহাজটি গত ২১ জুন চট্টগ্রাম থেকে যশোর যাওয়ার পথে সাগরের পতেঙ্গা এলাকায় তলা ফেটে ডুবে যায়। জাহাজটিকে কাটার জন্য পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় নিয়ে আসা হয় বলে জানা গেছে।