চট্টগ্রামে ইনকনট্রেডের কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে নিহত ৩

চট্টগ্রামের পতেঙ্গায় ইনকনট্রেড লিমিটেডের ইনল্যান্ড কন্টেইনার ডিপোতে ওয়েল্ডিং করার সময় বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2020, 07:38 AM
Updated : 2 Sept 2020, 09:10 AM

বুধবার বেলা পৌনে ১২টার দিকে পতেঙ্গার লালদিয়ার চর এলাকায় ১৪ নম্বর ঘাটের কাছে ওই কন্টেইনার ডিপোতে এ ঘটনা ঘটে বলে পতেঙ্গা থানার ওসি জোবায়ের সৈয়দ জানান।

নিহতরা হলেন, আরমান, মুক্তার ও নেওয়াজ। তাদের একজন গাড়ি চালকের সহকারী, একজন ওয়েল্ডিং মিস্ত্রি এবং অপরজন ওই কন্টেইনার ডিপোর কর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “ডিপোর গ্যারেজে একটি লং ট্রেইলারের তেলের ট্যাংক খুলে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিস্ফোরণ ঘটে। তাতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।”

আহত তিনজনের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

ইনকনট্রেড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহসিন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডিপোর ভেতরে ওর্য়াকশপের খোলা জায়গায় এ দুর্ঘটনা ঘটে।

“গাড়ির ওই ট্যাংকের ভেতরে পুরোপুরি পরিষ্কার না করায় হয়ত কিছু তেল থেকে গিয়েছিল। ওয়েল্ডিংয়ের সময় সেখান থেকে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। হতাহতরা সবাই আমাদের প্রতিষ্ঠানের কর্মী।”