মোট ৮৪ জন এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।
Published : 25 Apr 2024, 06:36 PM
চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলী খেলায় এবারের শিরোপা জিতেছেন নবাগত শরীফ।
কুমিল্লার হোমনা উপজেলার বাসিন্দা ফরিদ স্থানীয়দের কাছে ‘বাঘা শরীফ’ নামে পরিচিত। জব্বারের বলী খেলায় প্রথমবার অংশ নিয়েই তিনি বাজিমাত করেছেন। রানার্স আপও হয়েছেন একই জেলার রাশেদ।
বৃহস্পতিবার লালদীঘি মাঠে প্রায় ১১ মিনিট খেলার পর রাশেদ নিজ থেকেই পরাজয় শিকার করে শরীফের হাত তুলে ধরেন; যার কারণে রেফারি শরীফকে বিজয়ী ঘোষণা করেন।
গতবারের চ্যাম্পিয়ন শাহজালাল ও রানার্স আপ জীবন বলীর কেউ এবারের প্রতিযোগিতায় নিবন্ধন করলেও অংশ নেননি।
এবারের বলী খেলায় তৃতীয় স্থান অর্জন করেছেন খাগড়াছড়ির সৃজন চাকমা।
দুপুরে বলী খেলা শুরুর আগে থেকেই নগরীর লালদীঘি ময়দানে হাজারো দর্শক জড়ো হন। ঐতিহ্যবাহী এ খেলা দেখতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ। ঢোল-বাজনার তালে তালে আর করতালিতে তারা সমর্থন জোগাতে থাকেন বলীদের।
কিশোর থেকে শুরু করে বৃদ্ধ নানা বয়সী ৮৪ জন বলী এবছরের ১১৫ তম আসরে অংশ নিয়েছেন।