অনুমোদন ছাড়া জাহাজ কাটায় মালিকের জরিমানা

পতেঙ্গা সমুদ্র সৈকতে অনুমোদন ছাড়া জাহাজ কাটার অপরাধে এর মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Sept 2020, 01:08 PM
Updated : 8 Sept 2020, 01:08 PM

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ পতেঙ্গা সমুদ্র সৈকতের পশ্চিম পাশে অভিযান চালিয়ে এ জরিমানা করেন এবং তিনজনকে আটক করেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে অনুমোদন ছাড়াই ‘এমভি গোলাম রহমান’ নামে জাহাজটি ভাঙ্গতে দেখি। ওই এলাকায় পুরাতন জাহাজ ভাঙ্গার অনুমোদন নেই।

“এছাড়া তারা জাহাজ ভাঙ্গা শিল্পের নিয়ম না মেনে এ কাজ করছিল, যা পরিবেশের জন্য হুমকিস্বরূপ।”

ইউসুফ হোসেনের মালিকানাধীন লাইটারেজ জাহাজটি গত ২১ জুন চট্টগ্রাম থেকে যশোর যাওয়ার পথে তলা ফেটে ডুবে যায়। পরবর্তীতে জাহাজটি কাটার জন্য পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় নিয়ে আসা হয় বলে জানা গেছে।

অভিযানে আটক তিনজন হলেন- জাহাজ মালিকের প্রতিনিধি মোহাম্মদ এনায়েত (৫০), ক্রেন চালক আবুল কালাম (২৭) ও তার সহকারী রায়হান (২৪)।

বন্দর ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ জানান, জাহাজটির কাছে বন্দরের ৮৫ হাজার টাকা শুল্ক বকেয়া ছিল। অভিযানে তাও আদায় করা হয়েছে।

অনুমোদন না থাকায় পোর্ট অথরিটি অর্ডিনেন্স ১৯৭৩ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।