অধ্যাপকের গায়ে কেরোসিন: গ্রেপ্তার ছাত্র দ্বিতীয় দফা রিমান্ডে

চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসির এক শিক্ষকের গায়ে কেরোসিন ঢালার ঘটনায় গ্রেপ্তার ছাত্রকে দ্বিতীয় দফায় রিমান্ডে পেয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2019, 01:43 PM
Updated : 10 July 2019, 01:43 PM

চট্টগ্রামের মহানগর হাকিম মো. শফি উদ্দীন বুধবার মাহমুদুল হাসানের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশের পক্ষ থেকে তার পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল বলে মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাবুদ্দিন আহমদ জানিয়েছেন।

এর আগে গত ৪ জুলাই মাহমুদুলকে প্রথম দফায় দুই দিনের রিমান্ড দিয়েছিল আদালত।   

গত ২ জুলাই দুপুরে চট্টগ্রামের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (ইউএসটিসি) একদল শিক্ষার্থীর হাতে লাঞ্ছিত হন ইংরেজির অধ্যাপক মাসুদ মাহমুদ।

কয়েক বছর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেওয়ার পর ইউএসটিতে ইংরেজি বিভাগের উপদেষ্টা হিসেবে যোগ দেন তিনি।

ওই দিন ক্যাম্পাসের ভেতরে এই শিক্ষককে লাঞ্ছিত করে তার গায়ে কেরোসিন ঢেলে দেওয়া হয়। পরে ওই শিক্ষার্থীরাই এই অধ্যাপকের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।

ওই ঘটনায় ইংরেজি বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী মাহমুদুল হাসনকে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তার মাহমুদুল শিক্ষকের গায়ে কেরোসিন ঢালার বিষয়টি স্বীকার করেছে। পরে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার বাদী হয়ে মামলা দায়ের করেন।

ইউএসটিসির ইংরেজি বিভাগে অধ্যাপক মাসুদ মাহমুদ যোগ দেওয়ার পর কয়েকজন শিক্ষক চাকরিচ্যুত হন এবং প্রয়োজনীয় উপস্থিতির হার না থাকায় কিছু শিক্ষার্থী পরীক্ষায় বসতে অযোগ্য ঘোষিত হয়।

এই দুই কারণেই শিক্ষার্থীদের একটি পক্ষ ওই অধ্যাপকের বিরুদ্ধে আন্দোলনে নামে বলে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানান।