পুলিশ বলছে, সেটি ‘আর্জেস’ গ্রেনেড আকৃতির। জং ধরে যাওয়ায় বেশিকিছু জানা যায়নি।
Published : 15 May 2024, 09:32 PM
চট্টগ্রামের মিরসরাইয়ে কবর খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত একটি গ্রেনেড পাওয়া গেছে, যেটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেরও আগের বলে ধারণা করছে পুলিশ।
উপজেলার জোরারগঞ্জের হিংগুলী ইউনিয়নের আজম নগর এলাকায় মঙ্গলবার গ্রেনেডটি পাওয়ার কথা জানান জোরারগঞ্জ থানার ওসি আব্দুল্লাহ হারুন চৌধুরী।
চট্টগ্রাম মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা বুধবার সেটিকে নিষ্ক্রিয় করেন জানিয়ে ওসি বলেন, মো. ইলিয়াস নামের এক বীর মুক্তিযোদ্ধার জন্য কবর খোঁড়ার সময় জং ধরা গ্রেনেডটি পাওয়া যায়। পরে পুলিশ গিয়ে সেটি হেফাজতে নেয়।
বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের কর্মকর্তা পরিদর্শক সঞ্জয় গুহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেনেডটি ‘আর্জেস’ আকৃতির। জং ধরে যাওয়ায় সেটির বিষয়ে বেশিকিছু জানা যায়নি।
“আমাদের ধারণা সেটি মুক্তিযুদ্ধ পূর্ববতী সময়ের। অবিস্ফোরিত গ্রেনেডটি মাটিতে চাপা পড়েছিল।”