Published : 23 Nov 2024, 05:06 PM
চট্টগ্রামে পাঁচ কেজি গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন, যিনি ‘সাংবাদিক পরিচয়ে’ মাদকের কারবার করতেন বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার রাতে পাহাড়তলী এলাকা থেকে তাকে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ।
গ্রেপ্তার মো. ফারুক (৪২) নিজেকে 'দৈনিক একাত্তর সংবাদ' নামে একটি পত্রিকার সাংবাদিক পরিচয় দেন পুলিশের কাছে।
অতিরিক্ত উপ-কমিশনার তারেক আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে পাহাড়তলী থানা গেইটের বিপরীতে একটি অটোরিকশাকে থামার সংকেত দেয় পুলিশ। অটোরিকশায় থাকা ফারুক সেসময় নিজেকে সাংবাদিক পরিচয় দেন। পরে তার ব্যাগ তল্লাশি করে তিনটি পলিথিনে মোড়ানো পাঁচ কেজি গাঁজা পাওয়া যায়।”
গাঁজাগুলো ফারুক সীতাকুণ্ডের শাহ মাজার এলাকায় এক ব্যক্তির কাছে সংগ্রহ করে বিক্রির জন্য পতেঙ্গায় নিয়ে যাচ্ছিল বলে জানান পুলিশ কর্মকর্তা তারেক আজিজ।
“সাংবাদিকতার পরিচয়পত্র ব্যবহার করে মাদক আনা-নেওয়া ও বিক্রি করে থাকেন। তার বিরুদ্ধে পাহাড়তলী থানায় মাদক আইনে মামলা হয়েছে,” বলেন তিনি।