“ভবিষ্যতে আমরা ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে আপনাদের সব সমস্যার সমাধান করব,” বলেন তিনি।
Published : 13 Dec 2024, 08:13 PM
বিএনপি সরকার গঠন করলে মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন।
শুক্রবার বিকেলে নগরীর রাজাখালী এলাকায় শীতবস্ত্র বিতরণের এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা আপনাদের জন্য সামান্য উপহার নিয়ে এসেছি। এটি আপনাদের প্রতি আমাদের ভালোবাসার প্রকাশ। ভবিষ্যতে আমরা ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে আপনাদের সব সমস্যার সমাধান করব। জনগণের মৌলিক অধিকার পূরণ করা হবে এবং গণতান্ত্রিক অধিকার প্রাপ্তির সুযোগ মিলবে।”
নগরবাসীর পাশে থাকার কথা তুলে ধরে তিনি বলেন, “আমরা সবাই জানি, চট্টগ্রাম শহরে অনেক সমস্যার মধ্যে আমরা কাজ করছি। অতীতে অনেক মেগা প্রজেক্টের নামে দুর্নীতি হয়েছে। কিন্তু আমি মনে করি, দুর্নীতি দূর করে মানুষের মৌলিক অধিকার, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে।
“শিক্ষার জন্য আজ আমাদের হাহাকার করতে হয়, স্বাস্থ্যের জন্য ধুঁকতে হয়। দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। আমরা গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছি। সংগঠনগত কিছু কারণে মাঝেমধ্যে আমাদের মধ্যে মতবিরোধ দেখা দিতে পারে, তবে মানুষের মৌলিক অধিকার রক্ষায় আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম, আছি এবং থাকব।”
শীতার্ত দুঃস্থদের সহযোগিতায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার কথা তুলে ধরে তিনি বলেন, “প্রতি বছরই তীব্র শীতে অনেক মানুষ প্রাণ হারান, অসুস্থ হয়ে পড়েন। সমাজের বিত্তবান শ্রেণি এগিয়ে আসলে শীতার্ত মানুষদের প্রাণ রক্ষা সম্ভব।”
নগরীর রাজা খালী এলাকায় ৩৫নম্বর বক্সিরহাট ওয়ার্ড যুবদলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে নগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক হাজী বেলাল হোসেন, কোতোয়ালী থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. ফরিদ ও নাসির উদ্দিন, বক্সিরহাট ওয়ার্ড যুবদল নেতা মিনহাজ উদ্দিন রনি, ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি আরিফুল ইসলাম আরিফ ও এইচ মনসুর উপস্থিত ছিলেন।