চট্টগ্রামে ৭ বছরের শিশুকে ‘খুন্তির ছ্যাঁকা’, মা ও সৎ বাবা কারাগারে

শিশুটির শরীরে ছ্যাঁকার চিহ্ন পেয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2023, 03:34 PM
Updated : 7 Feb 2023, 03:34 PM

চট্টগ্রামের পতেঙ্গায় সাত বছরের শিশুকে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগে মা ও সৎ বাবাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার পতেঙ্গা থানার ওসি জায়েদ মো. নাজমুন নুর জানান, ধুমপাড়া এলাকার বাসা থেকে সোমবার রাত আড়াইটার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়। সে সময় সাত বছরের শিশুটির মা রেহানা আক্তার (২৫) ও সৎ বাবা সেলিম উল্লাহকে (৩০) থানায় নিয়ে আসা হয়।

“গভীররাতে শিশুটিকে গরম কুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়ার সময় প্রতিবেশীরা চিৎকার শুনে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার ও দুজনকে গ্রেপ্তার করে।”

ওসি জানান, পোশাককর্মী রেহানার সঙ্গে চার মাস আগে চায়ের দোকানের কর্মী সেলিমের বিয়ে হয়।

“রেহানার সাত বছর বয়সী সন্তানটিকে ওই ঘরে বিভিন্ন সময়ে শারীরিকভাবে নির্যাতন করা হত বলে আমরা জেনেছি। শিশুটির হাত, পিঠসহ শরীরের বিভিন্ন অংশে খুন্তির ছ্যাকার চিহ্ন রয়েছে।”

রেহানার বাড়ি বাগেরহাটে এবং সেলিমের বাড়ি বাঁশখালী হলেও নগরীর পতেঙ্গায় তারা ভাড়া বাসায় থাকতেন বলে জানান ওসি জায়েদ।