Published : 15 Feb 2024, 11:09 PM
চট্টগ্রাম নগরীর প্রবেশপথ সিটি গেইট এলাকা থেকে সংকটাপন্ন প্রজাতির দুটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে ডিবি পুলিশ।
বুধবার নগর পুলিশের গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের এ অভিযানে ধরা পড়েছেন এক ব্যক্তি।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শেখ সাব্বির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেপ্তার আতুয়ার ঢাকা থেকে চট্টগ্রাম এসেছিল লজ্জাবতী বানরগুলো নিয়ে যেতে। তিনি মূলত বাহক।
“জিজ্ঞাসাবাদে আতুয়ার জানান, ঢাকার এক ব্যক্তি তাকে এ কাজ দেন। বান্দরবানের আলীকদম থেকে অন্য একজন চট্টগ্রাম শহরের বাকলিয়ায় এসে লজ্জাবতী বানর দুটি বুঝিয়ে দেয়। সেগুলো নিয়ে ঢাকায় যাবার উদ্দেশ্যে আতোয়ার সিটি গেইটে আসে।"
এ ঘটনায় নগরীর আকবর শাহ থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা শেখ সাব্বির হোসেন।
গত কয়েক বছর নগরী ও জেলার বিভিন্ন স্থানে পুলিশের অভিযানে একাধিক লজ্জাবতী বানর উদ্ধারের ঘটনাতেও পুলিশ জানিয়েছিল, সেগুলো আলীকদম থেকে দেশের নানা গন্তব্যে নেওয়া হচ্ছিল। বুধবার উদ্ধার হওয়া লজ্জাবতী বানর দুটি বন বিভাগের কাছে হস্তান্তর করেছে পুলিশ।