Published : 21 Nov 2024, 07:46 PM
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাঈন উদ্দিন মিশনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর রাতে নগরীর পাহাড়তলী ঈদগাঁও বৌবাজার বড় পুকুর পাড় এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন পাহাড়তলী থানার ওসি মো. বাবুল আজাদ।
মিশন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সীতাকুণ্ড উপজেলার একটি মামলায় তাকে গ্রেপ্তারের তথ্য দিয়ে ওসি বলেন, পাহাড়তলীর ঈদগাঁও বৌবাজার বড় পুকুর পাড়ে একটি ভবনে আত্মগোপনে ছিলেন মিশন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
এরপর তাকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।