প্রথমবারের মত বিনোদ বিহারী চৌধুরীর কোনো ম্যুরাল বসল বন্দর নগরী চট্টগ্রামে।
Published : 17 Jan 2025, 08:49 PM
দেশের মানুষের মধ্যে ‘সর্বজনীন’ জায়গা থেকে একটা ‘নতুন ধরনের উত্থান’ দেখতে পাচ্ছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফারুক ই আজম।
চট্টগ্রামে শুক্রবার বিকালে এক অনুষ্ঠানে তিনি বলেন, “খণ্ডিত কোনো অবস্থান থেকে নয়; সাম্প্রদায়িকতার জায়গা থেকে নয়; কোনো সংকীর্ণ অবস্থান থেকেও নয়; এটা সর্বজনীন— বাঙালির একটা নতুন ধরনের উত্থান ঘটছে।
“দিনে দিনে সবকিছুই হয়ত প্রকাশ ঘটবে, আপনারা বুঝতে পারবেন।”
বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর ম্যুরাল উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন।
ম্যুরালটি বসানো হয়েছে নগরীর চেরাগী পাহাড় মোড়ে; বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন কার্যালয় চত্বরে।
ম্যুরাল উদ্বোধনের পর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেন, “আমাদের সমাজে একটা সংঘাত চলছে। আমাদের ভালো আমাদের মন্দের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত।
“এই সংঘাতে বিদ্বৎজনেরা এগিয়ে আসবেন আলোর মশাল নিয়ে, বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর চেতনা ধারণ করে, আমি সেটাই প্রত্যাশা করছি “
তিনি বলেন, “এখন যে লড়াই চলছে, সেখানে আমরা নিজেরা নিজেদের বিরুদ্ধে লড়ছি। কিন্তু আমরা যখন যুদ্ধ করেছি ১৯৭১ সালে, তখন আমাদের শত্রু ছিল বিদেশি।”
বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর স্মৃতিচারণ করে ফারুক ই আজম বলেন, “উনার কাছ থেকে আমি অনেক শিক্ষা পেয়েছি। তিনি আমার সন্তানদের শিক্ষক ছিলেন। তাদের কাছে তিনি ছিলেন প্রিয় দাদু।”
বিনোদ বিহারী চৌধুরী ১০৩ বছর বয়সে ২০১৩ সালে প্রয়াত হন। তিনি ছিলেন চট্টগ্রাম যুব বিদ্রোহের ‘মহানায়ক’ মাস্টারদা সূর্যসেনের সহযোগী।
বিনোদ বিহারী ছিলেন বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি। এই প্রথম বন্দরনগরীতে বিনোদ বিহারী চৌধুরীর কোনো ম্যুরাল বসানো হলো।