সংক্ষিপ্ত আলোচনায় উদীচী নেতৃবৃন্দ ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি জানান।
Published : 25 Mar 2024, 07:43 PM
প্রদীপ প্রজ্জ্বলন, গান, কবিতা-কথামালায় একাত্তরের ২৫ মার্চ শহীদদের স্মরণ করেছে চট্টগ্রামের বিভিন্ন সংগঠন।
সোমবার সন্ধ্যায় চট্টগ্রামে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ২৫ মার্চ স্মরণ করে এসব আয়োজন করে। আয়োজন থেকে গণহত্যা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়ার দাবি জানান।
সন্ধ্যায় নগরীর টিআইসি মিলনায়তন থেকে আলোর মিছিল করেন উদীচী শিল্পী গোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদের কর্মীরা। মিছিল নিয়ে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের অস্থায়ী শহীদ মিনারে গিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করেন তারা।
এসময় সংক্ষিপ্ত আলোচনায় উদীচী নেতৃবৃন্দ ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি জানান।
উদীচী জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অসীম বিকাশ দাশ, যুগ্ম সম্পাদক জয়তী ঘোষ, সম্পাদকমণ্ডলীর সদস্য অপর্না চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
নগরীর জামালখান মোড়ে কালরাত্রি স্মরণে বোধন আবৃত্তি পরিষদ প্রদীপ প্রজ্জ্বলন, গান, আবৃত্তি ও কথামালার আয়োজন করে।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান বলেন, বাংলাদেশের পঞ্চাশ বছর পার হলেও আজো বাংলাজুড়ে স্বাধীনতাবিরোধীদের আস্ফালন থেমে নেই। তাদের ঘৃণিত রূপ স্বাধীন বাংলায় এখনো বিভিন্ন কৌশলে অব্যাহত রয়েছে।
স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখতে শহীদদের যথাযথ সম্মান জানাতে হবে দাবি করে অনুষ্ঠানের আলোচকরা ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবি জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কবি অধ্যাপক হোসাইন কবীর, বীর মুক্তিযোদ্ধা ড. ইদ্রিস আলী, বোধনের সহ-সভাপতি সুবর্ণা চৌধুরী, যুগ্ম সম্পাদক ঈসমাইল সোহেল প্রমুখ।
প্রদীপ প্রজ্জ্বলন শেষে একক ও দলীয় আবৃত্তি, দেশের গান পরিবেশন করেন শিল্পীরা।
সন্ধ্যায় নগরীর ডিসি হিলের সামনে কালরাত্রি স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করে খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটি।
এসময় খেলাঘর মহানগরের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বসু, সহ-সভাপতি চন্দন পাল ও দেবাশীষ রায়, সম্পাদকমণ্ডলীর সদস্য শরণ বড়ুয়া, প্রীতম দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।