“যুথীর দুই হাতে স্কচটেপ দিয়ে বিশেষভাবে সোনা আটকানো ছিল; আর ইকবালের হাত ব্যাগে কিছু স্বর্ণালংকার ছিল।“
Published : 07 Dec 2024, 05:09 PM
চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দুবাই থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে ৭০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে দু্বাই থেকে আসা বিমান বাংলাদেশের ফ্লাইটের অভিনেত্রী অনামিকা যুথী ও রায়হান ইকবাল নামের দুই যাত্রীর কাছ থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা এসব স্বর্ণালংকার উদ্ধার করেন।
শাহ আমানতের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল জানিয়েছেন, বিমানটি দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় যাচ্ছিল।
যুথী ঢাকার মিরপুরের এবং ইকবাল চট্টগ্রামের রাউজানের বাসিন্দা; তারা দুজনেই দুবাই থেকে ঢাকার যাত্রী ছিলেন।
খলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, দুই যাত্রীর কাছ থেকেচুড়ি, চেইন, হোয়াইট গোল্ডের চেইন সদৃশ নিখাঁদ সোনা মিলিয়ে ৭৩৩ গ্রাম সোনা পাওয়া গেছে।
এসব সোনার আনুমানিক মূল্য প্রায় ৬৮ লাখ ৯৬ হাজার ৪৬২ টাকা।
খলিল বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা বিমানের দুই যাত্রীকে তল্লাশি করা হয়। এ সময় অনামিকা যুথীর দুই হাতে স্কচটেপ দিয়ে বিশেষভাবে সোনা আটকানো ছিল। এছাড়া ইকবালেন হাত ব্যাগে কিছু স্বর্ণালংকার রাখা ছিল।“
এই দুই যাত্রীকে ঢাকায় পাঠিয়ে সেখানকার শুল্ক ও গোয়েন্দা ও এনএসআই’র দলের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন খলিল।