চট্টগ্রামে ‘মাদক কারবারি ছিনতাইয়ের’ ঘটনায় দুই মামলা

দুই মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২১০ জনকে আসামি করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2022, 09:14 AM
Updated : 20 Nov 2022, 09:14 AM

চট্টগ্রামে পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুটি মামলা করেছে পুলিশ।

বন্দরনগরীর চান্দগাঁও থানায় শনিবার গভীর রাতে দায়ের করা এ দুই মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২১০ জনকে আসামি করা হয়েছে বলে ওসি মঈনুর রহমান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ঘটনার পর পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তিন হিজড়াসহ আটজনকে গ্রেপ্তার করেছে। তবে যাদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনা ঘটেছে, তাদের এখনও ধরা যায়নি।”

শনিবার সন্ধ্যায় কালুরঘাট এলাকা থেকে দেলোয়ার ও হানিফ নামে দুই মাদক কারবারিকে পাঁচ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করে চান্দগাঁও থানা পুলিশ।

Also Read: 'মাদক কারবারি' ছিনতাই: পুলিশের সঙ্গে সংঘর্ষে এক হিজড়া নিহত

এ সময় তাদের সহযোগী মাদক কারবারিরা কিছু হিজড়াকে জড়ো করে কালুরঘাট পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নিয়ে যায় বলে পুলিশের ভাষ্য।

দেলোয়ার-হানিফের সহযোগী এবং হিজড়ারা একযোগে ফাঁড়িতে হামলা চালালে সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে আহত নাজমা নামে এক নারীর মৃত্যু হয়, যিনি পালিয়ে যাওয়া 'মাদক কারবারি' হানিফের বোন।

ওসি মঈনুর জানান, হামলার ঘটনার বাইরে আলাদা একটি মামলা করা হয়েছে, যেখানে হানিফ ও দেলোয়ার নামে দুইজনকে আসামি করা হয়েছে।