নিষিদ্ধ সংগঠন ‘হিযবুত তাহরীর’ অনলাইন সম্মেলন আয়োজন করে তার দাওয়াত কার্ড সাংবাদিকদের পাশাপাশি পুলিশকেও পাঠিয়েছে।
সোমবার সন্ধ্যা ৭টায় এ অনলাইন সম্মেলনের খবর দিয়ে বন্দর নগরীর বিভিন্ন স্থানে পোস্টারও সাঁটিয়েছে সংগঠনটি।
‘দেশে রাজনৈতিক শূন্যতা- হিযবুত তাহরীর নেতৃত্বে খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠাই একমাত্র সমাধান’ শিরোনামে এ পোস্টার ও দাওয়াত কার্ড এসেছে।
রোববার বিকালে চট্টগ্রামের বিভিন্ন সংবাদমাধ্যম কার্যালয়ে পাঠানো হয় এ দাওয়াত কার্ড। পুলিশের কাছে এমন কার্ড পৌঁছায়।
চট্টগ্রাম নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার লিয়াকত আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি (পোস্টার) আমাদের নজরে এসেছে। আমার অফিসের ঠিকানায়ও একটি কার্ড এসেছে, যদিও সেখানে নাম ভুল আছে।”
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশের ঠিকানায় পোস্টে (ডাক) দাওয়াত কার্ড পাঠানো হয়েছে, যেখানে প্রেরকের ঠিকানা ভুয়া।
“আর তারা পোস্টারিং করার সময় যেসব স্থানে সিসি ক্যামেরা নাই, সেগুলো বেছে নিয়েছেন। যার কারণে তাদের শনাক্ত করাও সম্ভব হচ্ছে না।”
জঙ্গিবাদী কর্মকাণ্ডের জন্য নিষিদ্ধ সংগঠনটির তৎপরতা নিয়ে উপ-কমিশনার লিয়াকত বলেন, “তারা অনলাইন বেইজড বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। যেটা পুলিশ সদর দপ্তর থেকে নজরদারি করছে। স্থানীয়গুলো আমরা করছি। তারা গোপনে এসব কার্যক্রম চালাচ্ছে, তাদের আমরা ট্রেস করার চেষ্টা করছি।”
বাংলাদেশে হিযবুত তাহরীরের তৎপরতা শুরু হয় ২০০০ সালের দিকে। ২০০৯ সালের অক্টোবরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সংগঠনটিকে নিষিদ্ধ করে।