স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীরা বুধবার কোমর পানিতে ভিজে কলেজের দোতলায় উঠে ইতিহাস পরীক্ষায় অংশ নেন।
Published : 03 Jul 2024, 08:59 PM
বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বুধবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এএমএম মুজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বন্যার পানিতে কলেজ কেন্দ্রটি নিমজ্জিত হয়েছে। তাই ওই কেন্দ্রের বৃহস্পতিবারের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে।”
স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
বৃষ্টি আর ঢলে মঙ্গলবার রাতে উপজেলা সদরের বিস্তীর্ণ এলাকা পানিতে ডুবে যায়। তাতে ৩ থেকে ৫ ফুট পানি উঠে ওই কলেজের নিচ তলার শ্রেণি কক্ষ, মাঠ, অধ্যক্ষের বাসভবনসহ পুরো ক্যাম্পাস পানির নিচে চলে যায়।
স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীরা বুধবার কোমর পানিতে ভিজে কলেজের দোতলায় উঠে ইতিহাস পরীক্ষায় অংশ নেন। অনেককেই নৌকায় করে কলেজ ক্যাম্পাসে এসে সরাসরি দোতলায় যান।