বেলা ২টা থেকে কর্মবিরতি শুরু করেন চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসকরা।
Published : 01 Sep 2024, 07:07 PM
নিরাপদ কর্মস্থল নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে ডাকা কর্মবিরতি স্থগিত করে কাজে ফিরেছেন চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।
ঢাকায় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে আলোচনার পর চিকিৎসকরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিলে চট্টগ্রামের চিকিৎসকরা কাজে ফেরেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তছলিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকার কর্মসূচির সাথে সঙ্গতি রেখে সন্ধ্যা ৬টার পর তারা কাজে ফিরেছেন।”
চিকিৎসকদের ওপর হামলা প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা মেডিকেলে কর্মবিরতি শুরু হলে রোববার চট্টগ্রামে মেডিকেলের চিকিৎসকরাও একই কর্মসূচি শুরু করেন।
বেলা দুইটা থেকে ঢাকার চিকিৎসকদের 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচির সঙ্গে সংহতি রেখে চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসকরাও এ কর্মসূচিতে যান।
বেলা দুইটা থেকে চিকিৎসা সেবা দেওয়া থেকে থেকে বিরত থাকলেও আইসিইউ, এনআইসিইউ, প্রসূতি, সিসিইউ'র মতো জরুরি সেবাগুলো চালু ছিল।
চিকিৎসকদের কর্মসূচির কারণে জরুরি বিভাগের সেবাও বেলা দুইটা থেকে বন্ধ হয়ে গেলে ভোগান্তিতে পড়েন দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা।
বেলা দুইটা থেকে বিকাল চারটা পর্যন্ত জরুরি বিভাগের ফটকে তালা দেওয়া ছিল। ফটকে রোগীদের স্বজনদের জটলা দেখা যায়।
বেলা ২টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ওপর হামলা প্রতিবাদে চট্টগ্রাম মেডিকলে কলেজ ও হাসপাতালের চিকিৎসকবৃন্দের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। পরবর্তীতে তারা কর্মবিরতিতে যান।
এরপর হাসপাতালের পরিচালকের সঙ্গে বৈঠকে বসেন তারা। সেখানে চিকিৎসকরা তাদের দাযিত্ব পালনকালীন সমযে নিরাপত্তা দাবি করেন।
আন্দোলনকারীদের একজন ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিযেশনের মুখপাত্র আসমাউল হোসনা রীমা বলেন, “আমরা ঢাকার কর্মসূচির সাথে একাত্মতা রেখে কাজ থেকে কর্মবিরতি পালন করেছি।”