ফায়ার সার্ভিসের কর্মীরা ভোর ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।
Published : 19 Oct 2024, 12:59 PM
চট্টগ্রামের পটিয়া উপজেলায় একটি লবণ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার রাত দুইটার দিকে পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আহল্যা এলাকায় জাহাঙ্গীর হোসেনের মালিকানাধীন আনোয়ারা সল্ট কারখানায় আগুন লাগে।
পটিয়া ও কর্ণফুলী ফায়ার স্টেশনের তিনটি গাড়ি নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ভোর ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পটিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুন লাগার ৩০ মিনিট আগে কারখানার শ্রমিকরা কাজ শেষে বের হয়েছিল।
“প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এতে পলিথিন, ফোম, রাসায়নিক, লবণ ও বিভিন্ন উপকরণ পুড়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”
আগুনে ওই কারখানা সংলগ্ন একই মালিকের একটি কলোনির কয়েকটি ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইদুল ইসলাম।