ফিলিস্তিনে নৃশংস হত্যাকাণ্ড ও গণহত্যার প্রতিবাদে শুক্রবার চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড়ে প্রতিবাদ সভা ও পদযাত্রা কর্মসূচির আয়োজন করা হয়।
Published : 21 Mar 2025, 09:13 PM
ফিলিস্তিনে যখন ইসরায়েলি গণহত্যা চলছে, তখন বিশ্বের বড় বড় সংস্থাগুলো ‘প্রহসনমূলক অবস্থান নিয়েছে’ বলে অভিযোগ এসেছে চট্টগ্রামের এক প্রতিবাদ সমাবেশ থেকে।
ফিলিস্তিনে নৃশংস হত্যাকাণ্ড ও গণহত্যার প্রতিবাদে শুক্রবার চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভা ও পদযাত্রা কর্মসূচিতে এমন অভিযোগ করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সায়মা আলম বলেন, "গাজায় মানুষ একা দাঁড়িয়ে আছে। তারা পৃথিবীর সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ডের মুখোমুখি হচ্ছে। এই হত্যাকাণ্ড থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং যুদ্ধবিরতির নামে প্রহসন তৈরি করে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে।
"বিশ্বের বড় বড় সংস্থাগুলো প্রহসনমূলক অবস্থান নিয়েছে। এই গণহত্যা থামাতে তারা ব্যর্থ হচ্ছে। তাহলে ফিলিস্তিনিরা কি এভাবেই প্রাণ হারাবে?"
বেলা আড়াইটা থেকে চারটা পর্যন্ত এই কর্মসূচিতে চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘পৃথিবীটা মানুষের হোক/ মানুষ তুমি মানুষ হও’, ‘হত্যাযজ্ঞ বন্ধ করো’, ‘গাজায় মানুষ মরে/জাতিসংঘ কী করে?’–লেখা সংবলিত প্ল্যাকার্ড নিয়ে হাজির হন’; স্লোগানও দেন।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন জাতীয় মুক্তি কাউন্সিলের নেতা আমির আব্বাস, সমাজ সমীক্ষা সংঘের শিহাব চৌধুরী, কবি ও সাংবাদিক আহমেদ মুনির, স্থপতি বিজয় তালুকদার, পরিবেশ আন্দোলনকর্মী রিতু পারভিন, নারী সংহতি চট্টগ্রাম জেলার নুরুন্নেসা মুন্নি, আইনজীবী বিশুময় দেব, বাংলাদেশ ছাত্র ফেডারেশন চট্টগ্রাম জেলার সভাপতি সাইফুর রুদ্র, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর সভাপতি রিপা মজুমদার, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল চট্টগ্রাম জেলার সভাপতি ধ্রুব বড়ুয়া, পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম নগরের সোহেল চাকমা, রাষ্ট্রচিন্তা চট্টগ্রাম নগর সংগঠক সামী চৌধুরী।
কর্মসূচির সঞ্চালনা করেন অগ্নিবীণা পাঠাগারের সংগঠক সানি চৌধুরী।