সূচনা পর্বের এ ইতিহাস কখনও মুছে ফেলা যাবে না। কারণ এটাই অস্তিত্বের শিকড়, বলেন তিনি।
Published : 17 Apr 2023, 09:47 PM
মুজিবনগর দিবস হিসেবে ১৭ এপ্রিলকে যারা স্মরণ করে না তারা ‘জাতীয় বেঈমান’ ও ‘পাকিস্তানি প্রেত্মাতার অনুচর’ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
সোমবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে নগর আওয়ামী লীগের মুজিবনগর দিবসের আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।
নাছির বলেন, “বাঙালি জাতিসত্ত্বার ঐতিহাসিক দিনগুলো যারা স্মরণ ও বরণ করে না তারা দেশপ্রেমিক নয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকার এর আনুষ্ঠানিক শপথ গ্রহণের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ বিশ্ব সভায় স্বীকৃতি অর্জন করেছিল।
“এই দিনটি আমাদের অহংকারের দিন। ১৭ এপ্রিল স্বাধীন বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের মাইলফলক। এই দিনটিকে যারা স্মরণ করে না তারা জাতীয় বেঈমান এবং পাকিস্তানী প্রেতাত্মার অনুচর।”
মুক্তিযুদ্ধের সময় মুক্তাঞ্চল কুষ্টিয়া জেলার তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে মুজিবনগর সরকার প্রতিষ্ঠার মাধ্যমে মুক্তিযুদ্ধের বিজয়ের পথ সূচিত হয় মন্তব্য করে তিনি বলেন, সূচনা পর্বের এ ইতিহাস কখনও মুছে ফেলা যাবে না। কারণ এটাই অস্তিত্বের শিকড়।
সভাপতির বক্তব্যে আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও নগর কমিটির সহ সভাপতি নঈম উদ্দীন আহমেদ চৌধুরী বলেন, “আমাদের আদর্শটাকে সমুন্নত রাখতে হলে আমাদের অস্তিত্বের শিকড়গুলো স্মরণ করতে হবে। আমরা চাই আমাদের পরিচয় যেন মুছে না যায়।”
নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সহ সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, চট্টগ্রাম ৮ আসনে উপ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও নগর কমিটির সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, নগর আওয়ামী লীগ নেতা চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, দিদারুল আলম চৌধুরী, সাইফুদ্দিন খালেদ বাহার।