নতুন কেন্দ্রটি স্বাচ্ছন্দ্য বাড়াবে, আশা হাই কমিশনারের।
Published : 16 Nov 2023, 07:35 PM
চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র নতুন স্থানে কার্যক্রম শুরু করছে।
নগরীর খুলশী থানার পূর্ব নাসিরাবাদ এলাকার সিডিএ এভিনিউয়ের সিটি সেন্টারে (দ্বিতীয় তলা) এখন থেকে ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম পরিচালিত হবে। এতদিন জাকির হোসেন রোডে ভিসা আবেদন কেন্দ্রটি ছিল।
বৃহস্পতিবার নতুন কেন্দ্রটি উদ্বোধন করে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেন, “আশা করছি, নতুন এই কেন্দ্রটি চট্টগ্রামের বাসিন্দাদের জন্য ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করবে ও স্বাচ্ছন্দ্য বাড়াবে।”
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনার ড. রাজীব রঞ্জন এবং এসবিআই বাংলাদেশের কান্ট্রি হেড অমিত কুমার।
ভারতীয় হাই কমিশনের তরফে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই) বাংলাদেশে ভিসা আবেদন কেন্দ্রগুলো পরিচালনা করে।