আগামী সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন পেতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।
Published : 30 Oct 2023, 09:30 PM
জাতীয় নির্বাচনের ক্ষণগণনা শুরুর দুই দিন আগে পদত্যাগ করেছেন সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন।
আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে মেয়াদ শেষের চার মাস আগে পদত্যাগ করার কথা জানিয়েছেন তিনি।
নৌকার মনোনয়নে নির্বাচিত দুইবারের এ উপজেলা চেয়ারম্যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার পদত্যাগপত্র জমা দিয়েছি। সচিবালয়ে মেইলে এবং ডিসি ও বিভাগীয় কমিশনারকে সরাসরি কাগজ জমা দিয়েছি।”
পদত্যাগের কারণ ব্যাখ্যা করে মামুন বলেন,“ গতবার নমিনেশন চেয়েছিলাম, সেখানে একটা.. উপজেলা চেয়ারম্যানকে নমিনেশন দেবে না, একটা বাধা ছিল। এবার আগেভাগে প্রিপারেশন নেয়ার জন্য পদত্যাগ করেছি।”
চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের এই সাবেক সভাপতি বলেন, “উপজেলা চেয়ারম্যানের মেয়াদ তিন/চার মাস আছে। আমার বাবাও (এবিএম আবুল কাশেম মাস্টার) এখানে দীর্ঘদিন রাজনীতি করেছেন।
“আমার বাবা দুই বারের সাংসদ, তার মধ্যে একবার সংসদীয় কমিটির চেয়ারম্যান ছিলেন। যদি নেত্রী আমাকে মনোনয়ন দেন, তাহলে নির্বাচন করব।”
এসএম আল মামুন ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
তার বাবা এ বি এম আবুল কাশেম মাস্টার ১৯৯৬ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে সীতাকুণ্ডের সংসদ সদস্য হয়েছিলেন। পরবর্তীতে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনেও জয়ী হয়েছিলেন।
২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনের সংসদ সদস্য হয়েছিলেন দিদারুল আলম, যিনি বর্তমানে সংসদ সদস্যের দায়িত্ব পালন করছেন।