স্থানীয়রা হাতেনাতে যাদেরকে আটক করে পুলিশে দেয়, তাদের মধ্যে একজন চট্টগ্রামের একটি দৈনিকের সাংবাদিক।
Published : 07 Dec 2024, 05:27 PM
চট্টগ্রামের কল্পলোক আবাসিক এলাকায় বাড়িতে ডাকাতি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়া এক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ওই পুলিশ সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার দেখানোর পর তাদেরকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বরখাস্ত পুলিশ কর্মকর্তা মো. ফারুক মিয়া চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন চাক্তাই পুলিশ ফাঁড়িতে এএসআই হিসেবে কর্মরত ছিলেন।
গ্রেপ্তার অপর পাঁচজন হলেন-জয়নাল আবেদিন, মো. আকবর, ফজলুল করিম, মিজানুর রহমান ও সোহেল রানা। এদের মধ্যে সোহেল রানা চট্টগ্রামের দেনিক সাঙ্গু পত্রিকার সাংবাদিক বলে জানিয়েছে পুলিশ।
নগরীর বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকার ই ব্লকের এক নম্বর রোডের একটি ভবনের নবম তলায় গত বৃহস্পতিবার গভীর রাতে ১৫-১৬ জনের একটি দল ডাকাতি করতে যায়। তারা নিজেকে পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে হুমকি-ধামকি দিতে থাকে।
নগর পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তারা ওই বাসা থেকে ৩৫ হাজার টাকা ও আট ভরি স্বর্ণালংকার লুট করে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. তারেক আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডাকাতি করে পালানোর সময় স্থানীয় জনতা ছয়জনকে আটক করে পুলিশে দেয়। এদের মধ্যে একজন পুলিশ সদস্য এবং একজন সাংবাদিক রয়েছেন।”
এই ঘটনায় বাকলিয়া থানায় শুক্রবার মামলা হয় এবং গ্রেপ্তার হওয়া ছয় জনকে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।
তদন্ত সাপেক্ষে গ্রেপ্তার হওয়া পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে বলেও জানিয়েছেন তারেক আজিজ।