খাল দখলদারদের বিচারের মুখোমুখি করা হবে বলেও সতর্ক করেছেন
Published : 24 Dec 2024, 04:01 PM
জলাবদ্ধতার সমস্যা থেকে থেকে স্থায়ী মুক্তি পেতে চট্টগ্রাম নগরীর ভরাট হওয়া ২১টি খাল পুনরুদ্ধার করার প্রত্যয় রেখেছেন মেয়র শাহাদাত হোসেন।
শহরের পরিবেশ ও জীববৈচিত্র বাঁচানোর তাগিদ দিয়ে খাল দখলদারদের বিচারের মুখোমুখি করা হবে বলেও সতর্ক করেছেন তিনি।
মঙ্গলবার দুপুরে নগরীর আকবর শাহ এলাকায় কালির ছড়া খাল পরিদর্শনে গিয়ে কথা বলছিলেন শাহাদাত হোসেন।
ওই সময় সাংবাদিকদের সামনে খালের হিসাব তুলে ধরে মেয়র শাহাদাত বলেন, “একসময় চট্টগ্রামে প্রায় ৭১টি খাল ছিল। সেটা থেকে ৫৭টি হয়। তারপর আজকে দেখা যাচ্ছে, সেটা ৩৬টি খাল। এই ৩৬টা খাল নিয়ে জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলছে। যদি ৫৭টা খালও ধরি আরো ২১টা খাল রয়ে যায়। এই ২১টা খাল আমরা উদ্ধার করার চেষ্টা করছি।“
তিনি বলেন, “এই যে ২১টি খাল আমরা পাচ্ছি না, এগুলো বিস্মৃত হয়ে যাচ্ছে। ওই খালগুলোকে অনন্তপক্ষে চিহ্নিত করা ও খাল খনন কর্মসূচির মাধ্যমে পুনরুদ্ধার করে জলাবদ্ধতার নিরসনে স্থায়ী সমাধানে যেতে হবে। যেসব খাল দখল হয়েছে সেগুলো উদ্ধার করা হবে। যারা দখল করেছে তাদের বিচার হবে।”
কালির ছড়া খাল পুনরুদ্ধার নিয়ে শাহাদাত বলেন, “এই খালের বিষয়ে আমাদের প্রকৌশলীদের দায়িত্ব দেওয়া হয়েছে। যারা এখানে অলরেডি খালের জায়গায় অবৈধভাবে ঘর করেছে, তা অপসারণে কাজ চলতে থাকবে। যতই বাধা আসুক, যতই সন্ত্রাসীরা বাধা দিতে আসুক, যারা বাধা দেবে তাদের আইনরে হাতে তুলে দিয়ে চট্টগ্রামকে বাসযোগ্য করব।”
গত অক্টোবরে কালির ছড়া খাল ও সংলগ্ন পাহাড় দখল করে গড়ে ওঠা ৭০টি স্থাপনা উচ্ছেদ করেছিল জেলা প্রশাসন।
চট্টগ্রাম বিভাগীয় পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ওই অভিযান পরিচালিত হয়েছিল।