পরিবারের ভাষ্য, ৫ অগাস্ট হাটহাজারি-নাজিরহাট সড়কে গুলিতে নিহত হন জালাল মোল্লা।
Published : 10 Dec 2024, 06:54 PM
চট্টগ্রামের হাটহাজারিতে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ‘গুলিতে নিহত’ এক ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে।
পুলিশে জানিয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মঙ্গলবার বায়েজিদ বোস্তামী থানার ট্যানারি বটতলা এলাকার পারিবারিক কবরস্থান থেকে লাশটি তোলা হয়।
লাশটি জালাল মোল্লা নামে এক ব্যক্তির। পরিবারের ভাষ্য, গত ৫ অগাস্ট সরকার পতনের দিন হাটহাজারি-নাজিরহাট সড়কে তিনি গুলিতে নিহত হন। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও হাটাহাজারি থানার এসআই অনুমং মারমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী হাটহাজারি থানায় একটি মামলা করেছিলেন। মামলার তদন্তের জন্য আদালতে লাশ উত্তোলনের জন্য আবেদন করা হয়েছিল।
“আদালতের আদেশের পর মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশটি ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়।”