নাতির লাশ পাওয়া গেছে, দাদার খোঁজ মেলেনি।
Published : 09 Aug 2023, 10:34 PM
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে বন্যার পানিতে তলিয়ে গেল দাদা- নাতি।
বুধবার বিকালে দোহাজারী পৌরসভার জামিরজুরিতে ডুবে যাওয়ার কয়েক ঘণ্টা পর নাতি মো আনাছের লাশ পাওয়া গেলেও দাদা আবু সৈয়দ রয়েছেন নিখোঁজ।
সৈয়দ (৮৩) ও আনাছ (১০) পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নাছির মোহাম্মদ পাড়ার বাসিন্দা।
চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসেন রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘরে পানি উঠে যাওয়ায় তারা নিরাপদ স্থানে সরে যাওয়ার সময় পানিতে তলিয়ে যান। কয়েক ঘণ্টা পর নাতির লাশ পাওয়া গেলেও দাদাকে এখনও পাওয়া যায়নি।
গত বৃহস্পতিবার থেকে চট্টগ্রামে বৃষ্টি শুরু হয়। শনিবার চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলগাঁও এলাকায় দেয়াল ধসে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়।
একই দিনে লোহাগাড়ায় বানের পানিতে ডুবে এক বিশ্ববিদ্যালয় ছাত্র মৃত্যু হয়। এক ব্যবসায়ী ডুবে গেলেও তার খোঁজ এখনও মেলেনি।
হাটহাজারীতে পানিতে পড়ে মৃত্যু হয়েছে এক কলেজছাত্রীর। রাউজানে খালের পানিতে পড়ে ডুবে যান এক ব্যবসায়ী। নিখোঁজের তিনদিন পরে তার লাশ উদ্ধার করা হয় বুধবার ভোরে।
মঙ্গলবার বিকালে সাতকানিয়ার চরতি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে নৌকা উল্টে তিন শিশুসহ চারজন নিখোঁজ হয়।