এ উৎসবকে কেন্দ্র করে বিপ্লব উদ্যান একটি শিশুপার্কে রূপ নিয়েছে।
Published : 31 Mar 2025, 06:44 PM
চট্টগ্রামে পথশিশু ও ছিন্নমূল মানুষের জন্য ঈদ উৎসবের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন।
সোমবার ঈদের দিন থেকে নগরীর ষোলশহর বিপ্লব উদ্যানে দুই দিনের এ উৎসব আয়োজনে বিদ্যানন্দের সঙ্গী হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
সকালে এ আনন্দ আয়োজনের উদ্বোধন করে সিটি মেয়র শাহাদাত হোসেন শিশুদের মাঝে ঈদ সেলামীও বিতরণ করেন।
তিনি বলেন, “রমজান আমাদেরকে শিক্ষা দেয় ধনী-গরিব সবাইকে নিয়ে মিলেমিশে থাকার। ধনীরা গরীবের পাশে থাকবে। এ আয়োজন ধনী গরীব সবার জন্য উন্মুক্ত। এখানে ঢুকতে কাউকে বাধা দেওয়া হবে না। ছিন্নমূল মানুষ ও পথশিশুরা আনন্দে কাটাবে।”
এ আয়োজনে নগরীর পথশিশু, ভাসমান ও ছিন্নমূল মানুষের পাশাপাশি বস্তিবাসীরাও অংশ নেন। তাদের খাবারের ব্যবস্থার পাশাপাশি সেখানে নাগরদোলা, সুইমিংপুল, জাম্পিংসহ বিভিন্ন খেলনায় সবাই চড়তে পারছেন বিনামূল্যে।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের জামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পথশিশু ও ভাসমান মানুষদের ঈদকে আনন্দে রাঙানোর জন্য সিটি করপোরেশনকে সঙ্গে নিয়ে এ আয়োজন করা হয়েছে। ঈদ উৎসবকে কেন্দ্র করে বিপ্লব উদ্যানকে একটি শিশুপার্কে রূপান্তর করা হয়েছে। প্রায় ৫ হাজার মানুষ অংশ নিতে পারবেন।
খাবারের মধ্যে সেমাই, পায়েস, শরবত, আইসক্রিম ও ফুচকার পাশাপাশি সবার জন্য ব্যবস্থা করা হয়েছে বিরিয়ানির।