কলাপাতা কাটা নিয়ে ‘মারামারিতে’ নারীর মৃত্যু, গ্রেপ্তার ৩

নিহত ফাতেমাদের পরিবারের সঙ্গে তার চাচাতো ভাই রেজাউলদের দীর্ঘদিন ধরে ‘বিরোধ’ চলছিল বলে জানিয়েছে র‍্যাব।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2023, 08:02 AM
Updated : 21 May 2023, 08:02 AM

চট্টগ্রামে কলাগাছের পাতা কাটাকে কেন্দ্র করে মারামারিতে এক নারীর মৃত্যুর ঘটনায় তার চাচাতো ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

নগরীর বন্দর থানার ইশানমিস্ত্রী ঘাট এলাকা থেকে শনিবার নিহত ওই নারীর চাচাতো ভাই রেজাউল করিম (৩৫), তার স্ত্রী নাছিমা আক্তার (৩৪) এবং তাদের স্বজন ছখিনা খাতুনকে (৫৪) গ্রেপ্তার করা হয়েছে বলে র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম জানান।

১৭ মে বিকেলে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ওই ঘটনায় ফাতেমা বেগম নামে ৪৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়।

ফাতেমা ও রেজাউলদের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে ‘বিরোধ’ চলছিল জানিয়ে র‍্যাব কর্মকর্তা মাহবুব বলেন, “ওইদিন বিকেলে কলাগাছের পাতা কাটা নিয়ে ফাতেমার সঙ্গে রেজাউলের ঝগড়া বাঁধে। বাকবিতণ্ডার এক পর্যায়ে রেজাউল, তার স্ত্রী ও পরিবারের সদস্যরা মিলে ফাতেমাকে মারধর করে।

“পরে গুরুতর আহত অবস্থায় রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ফাতেমাকে মৃত ঘোষণা করেন। “

ফাতেমার ভাই আনোয়ারা পরদিন থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব-৭ এর অধিনায়ক বলেন, ঘটনার পর থেকে রেজাউলসহ তিনজন পালিয়ে ইশানমিস্ত্রী ঘাটে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।