এবিএম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে দুদকের তদন্তের অংশ হিসেবে তার দুই ছেলের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
Published : 16 Mar 2025, 09:46 PM
চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর দুই ছেলের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ নুরুল ইসলাম রোববার শুনানি শেষে এ আদেশ দেয়।
চট্টগ্রামের রাউজানের আওয়ামী লীগ নেতা ফজলে করিমের দুই ছেলে হলেন– ফারাজ করিম চৌধুরী ও ফারহান করিম চৌধুরী।
দুদকের পিপি সানোয়ার হোসেন লাভলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফজলে করিমের বিরুদ্ধে জলবায়ু ও পরিবেশ খাতের অর্থ লুটপাট, টেন্ডার বাণিজ্য, চাঁদাবাজি, কমিশন বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে বিদেশে টাকা পাচারসহ নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগ আছে।
“দুদক এসব অভিযোগ তদন্ত করছে, সে কারণে উনার দুই ছেলের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে গত ১২ মার্চ আদালতে আবেদন করা হয়। দুদকের প্রধান কার্যালয়ের উপ পরিচালক আজিজুল হকের আবেদনের প্রেক্ষিতে বিচারক রোববার শুনানি শেষে এ নিষেধাজ্ঞা দেন।”
সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী গত বছরের ১২ সেপ্টেম্বর ভারতে পালানোর সময় ব্রাক্ষণবাড়িয়া জেলার আখাউড়া সীমান্তের কাছ থেকে গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন।