রোববার সকালে আনোয়ারায় এবং শনিবার রাতে সাতকানিয়া উপজেলায় এসব হত্যাকাণ্ড ঘটে।
Published : 14 Jul 2024, 03:14 PM
চট্টগ্রামে পৃথক ঘটনায় দুই জনকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে খুন করা হয়েছে।
রোববার সকালে আনোয়ারায় এবং শনিবার রাতে সাতকানিয়া উপজেলায় এসব হত্যাকাণ্ড ঘটে।
নিহতরা হলেন- মো. জালাল (৩৭) ও মো. ইব্রাহীম (৪০)। তাদের মধ্যে মাছ বিক্রেতা জালালের বাড়ি আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নে। আর দিন মজুর ইব্রাহীমের বাড়ি বান্দরবানে, তিনি থাকতেন সাতকানিয়া কালিয়াইশ ইউনিয়নে।
আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্ব বিরোধের জেরে সকাল ৬টার দিকে উপজেলার পশ্চিম ষোলকাটা এলাকায় কুপিয়ে জহম করা হয় জালালকে। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এক জনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।
জালালের সহযোগী মহিউদ্দিন শিকদার জানান, সকালে অটোরিকশা নিয়ে কালাবিবির দিঘী এলাকায় মাছ কিনতে যাচ্ছিলেন তারা। এসময় পশ্চিম ষোলকাটা মনু মিয়ার দিঘী এলাকায় আরেকটি অটোরিকশা নিয়ে তাদের গতিরোধ করে কয়েকজন। পরে তারা জালালকে কুপিয়ে গুরুতর জহম করে।
পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে মহিউদ্দিনের ভাষ্য। তবে কী নিয়ে তাদের বিরোধ ছিল, সে বিষয়ে স্পষ্ট কিছু তিনি বলেননি।
এদিকে সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের শনিবার রাতের হত্যাকাণ্ড নিয়ে ‘সীমানা জটিলতায়’ পড়েছে পুলিশ।
ওই এলাকা সাতকানিয়া নাকি চন্দনাইশ থানার আওতাধীন, সে বিষয়ে নিশ্চিত হতে পারেননি চন্দনাইশ থানার পরিদর্শক (তদন্ত) যশ চাকমা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “হত্যাকাণ্ডের খবর শুনে আমরা ঘটনাস্থলে এসেছি। প্রাথমিক ভাবে আমরা শুনেছি নিহত ইব্রাহীম দিনমজুর হিসেবে বিভিন্ন স্থানে কাজ করতেন।
“শনিবার রাতে অটোরিকশা নিয়ে বাড়ি ফেরার পথে কয়েকজন যুবক মোটর সাইকেল নিয়ে এসে তার টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দেওয়ায় তাকে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে নেওয়ার পর ইব্রাহীম মারা যায়।”
এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা ছিনতাইয়ের ঘটনা, তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি।”