ফৌজদারহাট স্টেশনের কাছে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিনের সঙ্গে একটি সান্টিং ইঞ্জিনের ধাক্কা লাগে। তাতে কর্ণফুলীর ইঞ্জিনের দুটি চাকা পড়ে যায়।
Published : 08 Feb 2024, 12:06 AM
চট্টগ্রামের ফৌজদারহাটে লাইনচ্যুত কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিন সরিয়ে নেওয়ার পর বন্দরনগরীর সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল স্বাভাব্কি হয়েছে।
পূর্ব রেলের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাত ১২টার দিকে কর্ণফুলী এক্সপ্রেসের লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধার করা হয়।
এর আগে সন্ধ্যা ৭টার দিকে ফৌজদারহাট স্টেশনের কাছে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিনের সঙ্গে একটি সান্টিং ইঞ্জিনের ধাক্কা লাগে। তাতে কর্ণফুলীর ইঞ্জিনের দুটি চাকা পড়ে যায়।
সাইফুল ইসলাম বলেন, “ওই স্থানে ডাবল লাইন থাকায় ট্রেন চলাচল একেবারে বন্ধ করতে হয়নি। সংঘর্ষের করণে দুটি ইঞ্জিনই সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। কী কারণে এ ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।”