চোরের দল গেইটের তালা ভেঙ্গে পিতলের বৌদ্ধ মূর্তি ও দান বাক্সের টাকা চুরি করেছে, অভিযোগ বিহার পরিচালনাকারীদের।
Published : 02 Jul 2024, 08:49 PM
চট্টগ্রামের পটিয়ার একটি বৌদ্ধ বিহারে কয়েকটি পিতলের মূর্তি ও টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার ভোর রাতে পটিয়ার মুকুটনাইট ধাতু চৈত্য বৌদ্ধ বিহারে এ ঘটনা ঘটে বলে সেখানকার অধ্যক্ষ অনোমদর্শী মহাস্থবির জানান।
বিহার পরিচালনাকারীদের অভিযোগ, চোরের দল গেইটের তালা ভেঙ্গে পিতলের বৌদ্ধ মূর্তি ও দান বাক্সের টাকা চুরি করেছে।
তবে পটিয়া থানার ওসি জসীম উদ্দিন বলেন, তারা তালা ভাঙার কোনো আলমত দেখতে পাননি। অভিযোগকারীদের বিষয়টি নিয়ে তিনি থানায় যেতে বলেছেন।
অনোমদর্শী মহাস্থবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিহারের প্রাচীরের ভেতর একটি নির্বাণ সজ্জা ও একটি ধাতু মন্দির আছে। পাশে ভিক্ষু ও শ্রমণদের থাকার জায়গায়। নির্বাণসজ্জায় বড় বৌদ্ধ মূর্তি এবং ধাতু মন্দিরে ছোট পিতলের মূর্তি ছিল।
“গতকাল রাত ১১টার দিকে বিহারের ভিক্ষু ও শ্রমণরা ঘুমাতে যায়। সকালে শ্রমণরা ধাতু মন্দির ঝাড়ু দিতে গেলে সেখানে তালা ভাঙ্গা ও পিতলের মূর্তি দেখতে পায়নি। মন্দিরের তালা ভেঙ্গে আনুমানিক আড়াই ফুট উচ্চতার একটি প্রাচীন পিতলের মূর্তি, কয়েকটি ছোট পিতলের মূর্তি এবং দান বাক্সের তালা ভেঙ্গে টাকা চুরি করা হয়েছে।”
দান বাক্সে কী পরিমাণ টাকা থাকতে পারে সে বিষয়ে ধারণা দিতে পারেননি অনোমদর্শী।
তিনি বলেন, “বিহারের দান বাক্সগুলো দুই বছর পরপর খোলা হয়। যার কারণে কত টাকা ছিল সেটা জানতে পারিনি।”
বিহারের মন্দিরে চুরির বিষয়ে ওসি জসীম উদ্দিন বলেন, “অভিযোগ পেয়েই আমরা সেখানে গিয়েছি। ভান্তেরা তালা ভাঙ্গার অভিযোগ করলেও সেরকম কোনো প্রমাণ আমরা পাইনি। ভান্তেদের থানায় আসতে বলেছি।
“আমরা জানতে পেরেছি মন্দির নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব ছিল। সে কারণে কোনো পক্ষ এটি করেছে কিনা, সেটা খতিয়ে দেখা হচ্ছে।”