ভোরে মসজিদে নামাজ পড়ে ৬টার দিকে আবুল কালাম দারোগা বাড়ি কবরস্থানে যান। সেখানে একটি হাতি তাকে আক্রমণ করে।
Published : 06 Feb 2024, 07:28 PM
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের নাটমুড়া এলাকায় হাতির আক্রমণে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোরে ওই ঘটনায় নিহতের নাম আবুল কালাম (৭০)।
বাঁশখালী থানার এসআই সাইফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোরে মসজিদে নামাজ পড়ে ৬টার দিকে আবুল কালাম দারোগা বাড়ি কবরস্থানে যান। সেখানে একটি হাতি তাকে আক্রমণ করে।
“গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার তিনি মারা যান।”
এ ঘটনায় মঙ্গলবার রাত সাড়ে ৭টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
এসআই সাইফুর রহমান জানান, ওই এলাকায় প্রায় হাতির উৎপাত হয়। ঘটনার পর স্থানীয়দের তাড়া খেয়ে হাতিটি পালিয়ে যায়।
এর আগে গত ৩১ জানুয়ারি রাতে ১৫টি হাতির একটি দল বাঁশখালীর পূর্ব গুনাগরী ও বানীগ্রাম এলাকায় ফসলের ক্ষেতে ও বাড়িঘরে হামলা চালায়।