মেয়র নির্বাচিত হওয়ায় শাহাদাত হোসেনকে শুভেচ্ছা জানান সহকারী হাই কমিশনার রাজীব রঞ্জন।
Published : 13 Nov 2024, 07:10 PM
চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন মেয়র বিএনপি নেতা শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনার রাজীব রঞ্জন।
বুধবার অস্থায়ী নগর ভবনে মেয়রের কার্যালয়ে গিয়ে তার সাথে দেখা করেন ভারতীয় সহকারী হাই কমিশনার।
এসময় মেয়র শাহাদাত বলেন, “আমি নিজে চিকিৎসক হওয়ায় চট্টগ্রামকে হেলদি সিটি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ মনোযোগ দিচ্ছি। আমি স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজানোর চেষ্টা করছি এবং পরিচ্ছন্নতা কার্যক্রমকে বেগবান করার চেষ্টা করছি।
“প্রতিটি ওয়ার্ডে গিয়ে জনগণের সাথে মতবিনিময় করে তাদের সমস্যাগুলো বুঝে সমাধানের চেষ্টা করছি। বর্তমানে ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মেমন হাসপাতালে ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল চালু করেছি এবং বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার সেবা দিচ্ছি। আমার স্বপ্ন আমি জনগণকে সাথে নিয়ে ক্লিন, গ্রিন ও হেলদি চট্টগ্রাম গড়ব।”
সাক্ষাতে মেয়র নির্বাচিত হওয়ায় শাহাদাত হোসেনকে শুভেচ্ছা জানান সহকারী হাই কমিশনার রাজীব রঞ্জন।
মেয়রের সাফল্য কামনা করে তিনি ভবিষ্যতে বাংলাদেশ-ভারতের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সেসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব মো. আশরাফুল আমিন, মেয়রের একান্ত সচিব মো. জিল্লুর রহমান, সহকারী একান্ত মারুফুল হক চৌধুরী।