তাদের দুই সন্তানসহ তিনজনের শ্বাসনালীর ক্ষতি হয়েছে।
Published : 10 Feb 2025, 10:06 AM
চট্টগ্রাম নগরীর বলুয়ার দীঘির পাড়ে টিনশেড বসতঘরে আগুন লেগে দম্পতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তাদের দুই সন্তানহ তিনজন।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে জাফর সওদাগর কলোনির টিনশেড ঘরে ওই আগুন লাগে।
নিহতরা হলেন- মো. ইলিয়াস (৫৪) ও তার স্ত্রী পারভীন আক্তার (৪৫)।
চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোকাররম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুন লাগার পর ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে গুরুতর আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
হাসপাতালে ভর্তি হওয়া তিনজন হলেন- শাহিনা আক্তার (২২), সোহান (১৯) ও ফয়সাল (১৯)। তাদের মধ্যে সোহান ও শাহিনা নিহত দম্পতির ছেলে এবং আর ফয়সাল নিহত ইলিয়াসের ভাই।
দগ্ধ না হলেও তাদের শ্বাসনালীর ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বার্ন ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মোকাররম জানান, আগুনে এক কক্ষবিশিষ্ট পাঁচটি ঘর পুরো এবং চারটি ঘরের আংশিক পুড়েছে। তাতে ক্ষতি হয়েছে ১৫ লাখ টাকার ক্ষতি।
শর্ট সার্কিট থেকে এ আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।