চারজন সাঁতরে তীরে উঠতে পারলে সবুজ নিখোঁজ থাকেন। শনিবার সকালে তার লাশ ভেসে উঠে।
Published : 22 Jul 2023, 07:57 PM
শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে আনোয়ারায় শঙ্খ নদীতে নৌকা উল্টে নিখোঁজ হওয়া যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
আনোয়ারা উপজেলার জুইঁদণ্ডী ইউনিয়নের লামার বাজার এলাকা সংলগ্ন শঙ্খ নদীর মোহনার কাছে মোহাম্মদ সবুজ (৩০) নামের ওই যুবকের লাশ শনিবার বেলা ১১টার দিকে ভেসে ওঠে বলে পুলিশ জানায়।
আনোয়ারা থানার ওসি সোহেল আহম্মেদ বলেন, “আগের দিন দুপুরে সবুজসহ পাঁচজন শঙ্খ নদীতে নৌকা নিয়ে বেড়াতে যান। এসময় নৌকা উল্টে গেলে চারজন সাঁতরে তীরে আসতে পারলেও সে নিখোঁজ ছিল। শনিবার সকালে তার লাশ ভেসে উঠলে বেলা ১২টার দিকে লাশ উদ্ধার করা হয়।”
তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, পেশায় বিক্রয় প্রতিনিধি সবুজ নগরীর আগ্রাবাদে থাকতেন।
সবুজ নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মোহাম্মদ সোলায়মানের ছেলে।