রায় ঘোষণার সময় আসামিকে কারাগারে পাঠানো হয়।
Published : 05 Nov 2023, 10:07 PM
নিজের মেয়েকে ধর্ষণের দায়ে চট্টগ্রামের মীরসরাই উপজেলার এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ডের রায় দিয়েছে আদালত।
রোববার এ রায় ঘোষণা করেন চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা।
আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেয়েকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই বাবাকে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সংশোধিত ২০০৩) এর ৯ (১) ধারায় আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।
“পাশাপাশি এক লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামি নিজে দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিল।”
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয় বলে জানান বেঞ্চ সহকারী কফিল উদ্দিন।
মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ১২ জুন ওই কিশোরীর মা তার বাবার বাড়িতে গিয়েছিলেন। সেসময় প্রতিবেশী আরেকটি শিশুকে নিয়ে রাতে ঘরে থাকতেন ওই কিশোরী।
পরদিন রাতে তাকে জুসের সঙ্গে চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে তার বাবা।
মামলায় কিশোরীটি বলে, সে রাতে জ্ঞান হারানোর পর তার বাবা নির্যাতন চালায়। এ ঘটনার বিষয়ে বিস্তারিত সে তার সাথে থাকা প্রতিবেশী শিশুটি জানিয়েছিল।
খবর পেয়ে ১৪ জুন রাতে কিশোরীটির মা তার নানা বাড়ি থেকে ফিরে আসে। সেই রাতেই স্থানীয় থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলে ওই কিশোরী। পরদিন সে বাবার বিরুদ্ধে ধর্ষণের মামলা করে।
এরপর তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দিলে ২০২২ সালের ৩১ মার্চ ওই কিশোরীর বাবার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আট জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রোববার রায় দিলেন।