এসব আয়োজনে ছোট-বড় সব বয়েসী মানুষের অংশগ্রহণে তৈরি হয়েছে উৎসবের আমেজ।
Published : 14 Feb 2025, 03:15 PM
দিনভর নানা আয়োজনে বসন্ত আর ভালোবাসা দিবস উদযাপিত হচ্ছে চট্টগ্রামে।
এসব আয়োজনে ছোট-বড় সব বয়েসী মানুষের অংশগ্রহণে তৈরি হয়েছে উৎসবের আমেজ।
নগরীর আমবাগানে শহীদ ওয়াসিম পার্কে বোধন আবৃত্তি পরিষদ আয়োজন করে দিনব্যাপী বসন্ত উৎসবের। শুক্রবার সকালে নাচ- গান-আবৃত্তি ও যন্ত্র সংগীতের আয়োজন ছিল।
যন্ত্রসংগীতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরুর পর বিভিন্ন সংগঠনের শিল্পীরা সমবেত সংগীত, বৃন্দ আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন।
সংক্ষিপ্ত কথামালা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোধনের সভাপতি সোহেল আনোয়ার, উপদেষ্টা বাসুদেব সিনহা, সাংবাদিক প্রণব বল, নিপ্পন পেইন্টের সিনিয়র ম্যানেজার মানব কুমার সাহা।
এসময় বক্তারা বাঙালির চিরায়ত ধারাকে চেতনায় ধারণ করে পথচলার কথা উল্লেখ করে সর্বস্তরের মানুষকে এতে শরিক হবার আহবান জানান।
বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
এদিকে বোধন আবৃত্তি পরিষদের অপর একটি পক্ষ নগরীর মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল অডিটরিয়ামে বসন্ত উৎসব উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে।
একক আবৃত্তি ও সমবেত কন্ঠে রাগ ইমন পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বিভিন্ন সংগঠনের শিল্পীরা একক আবৃত্তি, সমবেত সংগীত ও নৃত্য পরিবেশন করে।
বোধনের সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী ও সহ সভাপতি নারায়ন প্রসাদ বিশ্বাসের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে তাদের অনুষ্ঠান শেষ হয়।