“সুমন ও জাহাঙ্গীরের মধ্যে পাওনা টাকা নিয়ে বিরোধ ছিল।’’
Published : 20 Jan 2025, 06:08 PM
চট্টগ্রামের সন্দ্বীপে 'পাওনা টাকা’ নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার মারধরে বিএনপির রাজনীতিতে জড়িত এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
উপজেলার গাছুয়া ইউনিয়নে সোমবার এ মারধরের ঘটনা ঘটে বলে সন্দ্বীপ থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন।
নিহত ৫০ বছর বয়সী আইয়ুব জাহাঙ্গীর বিএনপির রাজনীতির সাথে জড়িত; তাকে মারধর করেছিলেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সুমন, যিনি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদকও।
ওসি মনিরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুমন ও জাহাঙ্গীরের মধ্যে পাওনা টাকা নিয়ে বিরোধ ছিল। গাছুয়া সীমান্ত মার্কেটের কাছে দুপুরে এটা নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়।
“পরে সুমন আরও তিনজনকে নিয়ে জাহাঙ্গীরের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীরকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।“
এই ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।